রাজধানীতে গণপরিবহন সঙ্কটে চরম ভোগান্তিতে মানুষ

হঠাৎ করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোয় রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন নেমেছে কম। এতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী ও সাধারণ মানুষ।

শনিবার (৬ আগস্ট) সকালে দেখা গেছে, রাজধানীতে বিগত দিনের তুলনায় গণপরিবহনের যাতায়াত অনেক কম। ৫ থেকে ১০ মিনিট পরপর দুয়েকটি বাস দেখা যায়। সেসব বাসে যাত্রীদের দাঁড়িয়ে ও গেটে ঝুলে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

শুক্রবার (৫ আগস্ট) দিনগত রাত ১২টার পর থেকে নতুন দামে বিক্রি হতে শুরু হয়েছে সব ধরনের জ্বালানি তেল। ডিজেলের দাম লিটারে ৩৪, পেট্রলে ৪৪, অকটেনে ৪৬ টাকা করে বেড়েছে।

শুক্রবার রাত ১০টায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments