বিশ্বের দ্বিতীয় করোনা আক্রান্ত দেশ ভারত

আন্তর্জাতিক ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৯০ হাজার ৮০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা শনাক্ত ৪২ লাখ ছাড়াল।সোমবার পর্যন্ত ভারতে মোট করোনা শনাক্ত ৪২ লাখ ৪ হাজার ৬১৩ জন। একক দেশ হিসেবে করোনা সংক্রমণের দিক দিয়ে এটি এখন দ্বিতীয়। এর আগে শনাক্ত বিবেচনায় বিশ্বে দ্বিতীয় ছিল ব্রাজিল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২০৪,৬১৪। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯০,৮০২ জন নয়া সংক্রমিতের হদিশ মিলেছে। অর্থাৎ পরপর দুদিন দেশে নয়া আক্রান্তের সংখ্যা ৯০,০০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। আর তার জেরে বিশ্বের সর্বাধিক করোনা আক্রান্ত দেশের তালিকায় ব্রাজিলকে ছাপিয়ে দুনম্বরে উঠে এসেছে ভারত। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশটিতে করোনার কবলে পড়েছেন ৪,১৩৭,৫২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সেখানে ১৪,৫২১ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। যা ভারতের প্রায় সাড়ে চার গুণ কম। শুধু সোমবার নয়, গত কয়েকদিন ধরেই সেই প্রবণতা দেখা যাচ্ছে। গত শুক্রবার ভারতের তুলনায় ব্রাজিলের মোট আক্রান্তের সংখ্যা ৬৯,০০০-এর মতো বেশি ছিল। ৪৮ ঘণ্টার ব্যবধানে ব্রাজিলের নিরিখে ভারতের আক্রান্তের সংখ্যা ৬৭,৯০৩ বেশি হয়ে গিয়েছে। আপাতত ভারতের সামনে আছে শুধুমাত্র আমেরিকা (৬,২৭৫,৭৭৫)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গত এক মাসের মধ্যে সোমবার ভারতে সর্বাধিক ৯০ হাজারের বেশি করোনা শনাক্ত হয়। গত এক মাসে বিশ্বের আর কোনো দেশে এতো বেশি শনাক্ত হয়নি।

Facebook Comments