সৌদি আরবে একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসে সৌদি আরবে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৫ মে) দেশটিতে সর্বোচ্চ ২ হাজার ৩০৭ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর সর্বোচ্চ।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৭৬ জন। মারা গেছে ৯ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইট বার্তায় এমনটিই জানিয়েছে।

মঙ্গলবার দেশটি ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে। দেশব্যাপী যেটা শুরু হবে ২৩ মে রাতে। চলবে ঈদের ছুটির দিনগুলো ব্যাপী।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ২৩ এপ্রিল থেকে সৌদি আরব লকডাউন শিথিল করে। এরপর থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটি বড় পরিসরে করোনা টেস্ট শুরু করেছে।

খবর : সিএনএন

Facebook Comments