কোপা আমেরিকায় ব্রাজিল চ্যাম্পিয়ন

রোববার দিবাগত রাতে ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে নবম শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। এর মধ্য দিয়ে ঘরের মাঠে আয়োজিত প্রত্যেকটি কোপা আমেরিকার শিরোপা জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখল ব্রাজিল। অবশ্য এর আগে সবশেষ তারা কোপা আমেরিকার আয়োজক হয়েছিল ১৯৮৯ সালে।
৩০ বছর পর ঘরের মাঠে আবারো চ্যাম্পিয়ন হলো তারা। তাও আবার দশজন নিয়ে খেলে। ম্যাচের ৭০ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিয়েই খেলে সেলেসাওরা।
বিরতির পর উভয় দল মরিয়া হয়ে খেলে। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না কেউই। উল্টো ম্যাচের ৭০ মিনিটে জেসুস দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। বাকি সময় দশজন নিয়েই খেলে তারা।ম্যাচের ৯০ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। এ সময় এভারটন বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকলে তাকে ফাউল করেন পেরুর কার্লোস জামব্রানো। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। ভিএআরেও রেফারির সিদ্ধান্ত বহাল থাকে। পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় রিচার্লিসন।

Facebook Comments