পরীক্ষার খাতায় ৯৯ পেলেনও শিক্ষক দিলেন শূন্য!

ভারতের তেলঙ্গনায় স্কুলছাত্রীকে ৯৯ এর বদলে শূন্য নম্বর দেওয়ায় এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। দ্বাদশ শ্রেণির ছাত্রী নাভ্যিয়ার তেলেগু বিষয়ের পরীক্ষার খাতা মূল্যায়ন করেন শিক্ষক উমা দেবী। এ বিষয়ে নাভ্যিয়া ৯৯ নম্বর পেলেও উমা তাকে শূন্য দেন।
এ ঘটনায় তিন সদস্যের কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর রোববার ওই স্কুলশিক্ষককে বহিষ্কার করা হয়।দায়িত্বে অবহেলার কারণে বোর্ড অফ ইন্টারমিডিয়েট এডুকেশন (বিআইই) অভিযুক্ত শিক্ষককে ৫ হাজার রুপি জরিমানাও করেছে।
উমা দেবী একটি বেসরকারি স্কুলের শিক্ষক। তাকে চাকরি থেকেও বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় পরিদর্শক বিজয় কুমার নামে আরও এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজাতীয় কল্যাণ স্কুলের শিক্ষক।

Facebook Comments