বাণিজ্য মেলায় ওয়ালটন এসিতে ছাড়

শীতের প্রভাব দেশে এখনও কিছুটা রয়ে গেলেও সর্বাধুনিক প্রযুক্তি, সাশ্রয়ী মূল্যের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটন এসি।মেলা শুরুর দ্বিতীয় দিন থেকেই দৃষ্টিনন্দন ওয়ালটন প্লাজায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় আর ক্রেতাদের আরো একটু বাড়তি সুবিধা দিতে মেলা উপলক্ষে মেলায় প্যাভিলিয়নে ওয়ালটন এসিসহ অন্যান্য পণ্যে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।মেলা উপলক্ষে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় পণ্য কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচার। পেতে পারেন কোটি কোটি টাকার ক্যাশ ভাউচারসহ মোটরসাইকেল,এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, ফ্রিজ, এলইডি টিভি, ওভেনসহ অসংখ্য পণ্য ফ্রি। রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক। আরো রয়েছে ঢাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি সুবিধা।ওয়ালটনের ইনভার্টার প্রযুক্তির এসির কম্প্রেসারে রয়েছে টার্বোমুড। যা রুমের তাপমাত্রা দ্রুত কমিয়ে এনে রুমকে দ্রুত ঠান্ডা করে। এই প্রযুক্তিতে পিসিবি বা মাদারবোর্ডে স্থাপিত মাইক্রোপ্রসেসরের বিশেষ প্রোগ্রামিং এর মাধ্যমে রুমের তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসারের গতি নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ রুমের তাপমাত্রা কমার পাশাপাশি কম্প্রেসারের গতিও কমে আসে। ওয়ালটন এসির কম্প্রেসারে ব্যবহৃত হচ্ছে বিশ্ব স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর-৪১০এ রেফ্রিজারেন্ট।সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ৩৫ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে এসব এসি বলেও জানান মোস্তফাজ্জামান। ৫ টন এসির দাম সর্বোচ্চ এক লাখ ৫৯ হাজার টাকা থেকে এক লাখ ৪১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

Facebook Comments