বসুন্ধরা কিংস জিতল আবাহনীর বিপক্ষে

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংসকে হারিয়ে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে আবাহনী। বসুন্ধরা কিংস পাল্টা জবাব দিয়েছে স্বাধীনতা কাপের সেমিফাইনালে। আবাহনীকে হারিয়ে ফাইনালে উঠে অভিষেক আসরেই ট্রফি বসুন্ধরা কিংসের।ফেডারেশন কাপের ফাইনালের মারামারির ঘটনাতো দুই দলের ম্যাচে নতুন মাত্রা যোগ করে দিয়েছে। যে কারণে আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচকে ফুটবল মাঠের যুদ্ধও বলে অনেকে। সেই যুদ্ধে বুধবার বসুন্ধরা শুধু জিতেইনি, রীতিমতো বিধ্বস্ত করেছে আবাহনীকে।
দুই দলের শক্তি কাগজ-কলমে প্রায় সমান। আর এমন দুই দলের ম্যাচের ফল ৩-০ অনেকে অবাকই হয়েছেন। প্রিমিয়ার লিগে নিকট অতীতে এত বড় ব্যবধানে হারেনি আবাহনী।নীলফামারীর স্টেডিয়াম যার নামে সেই শেখ কামাল আবাহনীর প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতার নামের মাঠেই আবাহনীকে পাড়া-মহল্লার দল বানিয়ে ছেড়েছে বসুন্ধরা কিংস। নিজেদের ভেন্যুতে লিগের প্রথম ম্যাচ। দর্শক এনে গ্যালারি ভরানোর চেষ্টা ছিল বসুন্ধরা কিংসের। কলিন্দ্রেসরা মাঠে খেলে আবাহনীকে বিধ্বস্ত করেছেন আর গ্যালারি মাতিয়েছেন লাল টি-শার্ট পরা সমর্থকরা।

Facebook Comments