রোববার শুরু প্রথম মার্সেল-বিপিজিএ ওপেন

ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ পেশাদার গলফার অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) আয়োজনে রোববার থেকে শুরু হতে যাচ্ছে প্রথম মার্সেল-বিপিজিএ ওপেন-২০১৯। চারদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে বুধবার পর্যন্ত। যেখানে বাংলাদেশের সেরা সেরা পেশাদার গলফাররা অংশ নিবেন।প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ বৃহস্পতিবার আর্মি গলফ ক্লাবের ক্যাফেটারিয়ায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেড অব মার্সেল ড. মো. শাখাওয়াত হোসেন (নির্বাহী পরিচালক), এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) ওয়ালটন গ্রুপ, বাংলাদেশ পেশাদার গলফার অ্যাসোসিয়েশন এর সভাপতি লে. কর্নেল খন্দকার আব্দুল ওয়াহেদ (অবঃ), মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া (অবঃ) ও যুগ্ম-সম্পাদক মেজর গোলাম মোর্শেদ (অবঃ) সহ অন্যান্যরা।সংবাদ সম্মেলনে জানানো হয় মূলত এপ্রিলে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু কাপ গলফ বাংলাদেশ ওপেনকে সামনে রেখেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যাতে বাংলাদেশের গলফাররা ভালোভাবে নিজেদের প্রস্তুত করতে পারেন। এবারের এই প্রতিযোগিতায় প্রায় একশত পেশাদার গলফার অংশ নিবেন। তাদের সঙ্গে অংশ নিবেন জাতীয় অ্যামেচার দলের ৮ থেকে ১০ জন। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো আর্মি দলের ৬ জন নারী গলফারও অংশ নিবেন।
টুর্নামেন্টের মোট বাজেট ১৫ লাখ টাকা। তার মধ্য থেকে ১৩ লাখ টাকা প্রাইজমানি হিসেবে দেওয়া হবে। প্রতিযোগিতায় যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন ১ লাখ ৪৫ হাজার টাকা। যিনি প্রতিযোগিতায় সর্বশেষ স্থান অর্জন করবেন তিনিও পাবেন ১৪ হাজার টাকা। এ ছাড়া ট্রফি তো থাকছেই।সংবাদ সম্মেলনে ড. মো. শাখাওয়াত হোসেন বলেন,খেলাধুলা শরীর, স্বাস্থ্য ও মনের জন্য অত্যন্ত উপকারী একটি জিনিস। আমাদের ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান মহোদ্বয়ও গলফ খেলেন। গলফকে অত্যন্ত ভালোবাসেন। তার কাছ থেকে আমি গলফের অনেক গল্প শুনেছি। আসলে আপনাদের সামনে সুযোগ রয়েছে ভালো খেলে নিজেদের সম্মান, দেশের সম্মান ও দেশের পতাকার সম্মান অনেক দূর নিয়ে যেতে পারেন। বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারেন। আমি সিদ্দিকুর রহমানকে ব্যক্তিগতভাবে আমি চিনি না। কিন্তু তাকে নিয়ে লেখা অনেক রিপোর্ট পড়েছি। পড়ে ভালো লেগেছে। তিনি আমাদের দেশের গর্ব। ভবিষ্যতেও মার্সেল আপনাদের এই ধরনের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবে। আপনাদের জন্য শুভ কামনা রইলো।এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, এবারই প্রথম আমরা পেশাদার গলফ টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। এই টুর্নামেন্টটি মূলত আসন্ন বঙ্গবন্ধু কাপ গলফ বাংলাদেশ ওপেনকে সামনে রেখে করা। যাতে আমাদের পেশাদার গলফাররা আরো বেশি অনুশীলন করার সুযোগ পান। নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পারেন এবং এশিয়ান ট্যুরে ভালো করতে পারেন। আমরা ওয়ালটন পরিবার চেষ্টা করছি দেশের সবগুলো ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করতে। বিভিন্ন টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হতে। আমরা মনে করি খেলোয়াড়দের সংখ্যা যত বাড়তে ততো তরুণ সমাজকে মাদক ও অন্যান্য খারাপ প্রবৃত্তি থেকে দূরে রাখা যাবে। আমরা চেষ্টা করি ধারাবাহিকতা বজায় রাখতে। সাভারে ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের ষষ্ঠ আসর হচ্ছে। আগের পাঁচ আসরের সঙ্গেও আমরা ছিলাম। যেহেতু আমাদের ভাইস চেয়ারম্যান মহোদ্বয় গলফের সঙ্গে যুক্ত আছেন সেহেতু আশা করছি আমরা গলফ নিয়ে আরো কাজ করার সুযোগ পাব। আপনাদের সঙ্গে আবারো সম্পৃক্ত হতে পারব। আমরা এই টুর্নামেন্টের সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।

Facebook Comments