চেষ্টা করবো ভিএআর নিয়ে আসতে : কাজী সালাহ্উদ্দিন

১৫ ফেব্রুয়ারি মতিঝিলস্থ বাফুফে ভবনে বাফুফে’র সভাপতি কাজী মোঃ সালাহ্উদ্দিন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মাধ্যমে সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেখানে সাম্প্রতিককালে শেখ জামাল ক্লাবের রেফারি সম্পর্কিত যাবতীয় অভিযোগ ও ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) প্রযুক্তি আনার বিষয়ে নিজস্ব মতামত জানান সভাপতি কাজী মোঃ সালাহ্উদ্দিন।

সভাপতি কাজী মোঃ সালাহ্উদ্দিন ভিএআর প্রযুক্তি আনার প্রসঙ্গে বলেন, ‘ভিএআর প্রযুক্তি আনার বিষয়ে আমি আমার জেনারেল সেক্রেটারি ও ফিফার টেকনিক্যাল অফিসের সাথে কথা বলেছি। আমরা শুধু ভিএআর প্রযুক্তি আনবো না সাথে দু’জন বিদেশি টেকনিক্যাল অফিসারও আনবো যাতে, ভিএআর-এর দেয়া সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক না থাকে।’

শেখ জামাল ক্লাবের দাবি নিয়ে তিনি বলেন, ‘তাদের সেই বিতর্কিত ভিডিও আমি দেখেছি। এটা আসলে খুবই অস্পষ্ট। আমি নিজেও যেমন দেখেছি সাথে টেকনিক্যাল বিভাগের কর্মকর্তাদের নিয়ে দেখেছি। তারা নিজেরাও এটা নিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছেন। এক ভাগ বলছেন এটা ভুল, আরেক ভাগ বলছেন ভুল না। তাই আমরা ভিডিওটি ফিফার কাছে পাঠিয়েছি। তারা যা মতামত দিবেন সেটাই আমরা গ্রহণ করবো।’

বিষয়টি নিয়ে আভ্যন্তরীণ কোনো তদন্ত হবে কিনা এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমার কোনো আপত্তি নেই। আমি অফিসকে বিষয়টি জানিয়ে দিবো।’

Facebook Comments