ভেঙে পড়ছে এফআর টাওয়ারের কাচ,রাস্তা বন্ধ

চারদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারের কাচ আজও ভেঙে নিচে পড়ছে। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে ওই ভবনের সামনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। তবে পুলিশ সেখানেও কাউকে দাঁড়াতে দিচ্ছে না। এমন ওই সড়কে যান চলাচলও বন্ধ করে দিয়েছে।
জানা যায়, সকালে এফআর টাওয়ার থেকে বড় বড় কাচ ভেঙে রাস্তায় পড়ে। পরে সিটি করপোরেশনের কর্মীরা দড়ি দিয়ে ভবনটির সামনে ও পেছনের দুপাশ আটকে দেয়। সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে এর মধ্যেই ভবনের ভেতর থেকে থাকা অফিসগুলো থেকে আসবাবপত্র অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ চলছে।
এদিকে এফআর টাওয়ারের দুই পাশের ফুটপাথ ও রাস্তায় পুলিশের উদ্যোগে লোহার দণ্ড ও টিন দিয়ে ছাউনি নির্মাণ করা হচ্ছে। মূলত পথচারী ও গাড়ির নিরাপদ চলাচলের জন্যই এমনটি করা হচ্ছে বলে জানান সেখানে দায়িত্বরত কয়েকজন নিরাপত্তা কর্মী।
এর আগে, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থিত ২৩ তলা এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। এতে ২৬ জনের প্রাণহানী ঘটে। আহত হয় শতাধিক মানুষ।

Facebook Comments