শুরু হচ্ছে ‘ওমেন্স ফ্রাঞ্চাইজি ফুটবল লীগ’

দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নারী ফ্রাঞ্চাইজি লিগ ফুটবলের আসর, ‘ওমেন্স ফ্রাঞ্চাইজি ফুটবল লীগ’।
আগামী মে মাসে আসরটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার (১৩ মার্চ) বিকাল ৩ টায় হোটেল লা মেরিডিয়ান এর গ্রান্ড বলরুমে কে-স্পোর্টস এর তত্ত্বাবধানে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘ওমেন্স ফ্রাঞ্চাইজি ফুটবল লীগ’ টুর্নামেন্টের ঘোষণা এবং লোগো উন্মোচন করে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

পরবর্তী সংবাদ সম্মেলনে দল, তারিখ ও আসরের নিয়মকানুন জানাবে বাফুফে।

উক্ত লীগের আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানীত সভাপতি কাজী মোঃ সালাহউদ্দীন, এএফসি ও বাফুফে কার্য্যনির্বাহী কমিটির সদস্য এবং কমিটি ফর ওমেন্স ফুটবল এর চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্যবৃন্দ যথাক্রমে জনাব টিপু সুলতান, জনাব সত্যজিৎ দাশ রূপু, জনাব ইমতিয়াজ হামিদ (সবুজ), জনাব মোঃ আমের খান, জনাব মহিদুর রহমান মিরাজ, কে-স্পোর্টস এর সিইও জনাব ফাহাদ করিম ও বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে কমিটি ফর ওমেন্স ফুটবল এর সদস্যবৃন্দ, বিভিন্ন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতিবৃন্দ, ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২২-২৩’, ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২২-২৩’, ‘প্রথম বিভাগ ফুটবল লীগ’, ‘দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ’, ‘তৃতীয় বিভাগ ফুটবল লীগ’ ও ‘পাইওনিয়ার ফুটবল লীগে’ অংশগ্রহণকারী ক্লাবসমূহের কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments