ফারাজের আগেই শনিবার বিকেল মুক্তির প্রস্তুতি নিচ্ছি

যদিও আপীল বিভাগ শনিবার বিকেল মুক্তি দেওয়ার সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, তারপরও আমরা আসলে এখনো সেন্সর বোর্ডের কিছু দাপ্তরিক প্রক্রিয়ার মধ্যে আছি। আশা করছি, রোববারের (২৯ জানুয়ারি) মধ্যেই সব কাজ শেষ হবে। শেষ হওয়া মাত্রই আমরা ট্রেলার প্রকাশ করব। তারপর দ্রুততম সময়ে আমরা ছবিটা মুক্তি দিব।

বুধবার (২৬ জানুয়ারি) রাতে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টের দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন।

পোস্টে তিনি লিখেছেন ট্রেলার প্রকাশের একদিন পরও আমরা আমাদের সিনেমা মুক্তি দিতে প্রস্তুত। অর্থাৎ ফারাজ সিনেমার মুক্তির দিন বা এক দিন আগে হলেও আমরা শনিবার বিকেল হলে প্রদর্শনের জন্য প্রস্তুতি নিচ্ছি।

প্রসঙ্গত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে তিন বছর আটকে থাকার পর গত ২১ জানুয়ারি শুনানি শেষে বহুল আলোচিত হলি আর্টিসানের ঘটনা নিয়ে নির্মিত শনিবার বিকেল সিনেমাটি মুক্তিতে কোনো বাধা নেই বলে মতামত দেন আপীল বোর্ডের সদস্যরা।

এদিকে একই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ফারাজ সিনেমাটি আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ভারতে। গণমাধ্যমে সম্প্রতি এ খবর প্রকাশ হওয়ার প্রেক্ষিতে ক্ষুব্ধ হন মোস্তফা সরয়ার ফারুকী। সেসময় তিনি দাবি করেন ফারাজ মুক্তির আগেই ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে হবে। নির্মাতার পাশাপাশি অন্যান্য নির্মাতা ও অভিনয়শিল্পীরাও সিনেমাটি মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন।

‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। অভিনয়শিল্পীদের মধ্যে আছেন, বাংলাদেশের জাহিদ হাসান নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

 

Facebook Comments