জেনিনে ইসরায়েলের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

ফিলিস্তিনের জেনিন শরনার্থী শিবিরে ইসরায়েলের সহিংসতা ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি দখলদার বাহিনী বৃহস্পতিবার জেনিন শরনার্থী শিবিরে শিশু ও বৃদ্ধসহ ১০জন ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করে। এ সময় শরনার্থী শিবিরের স্থাপনাও ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন আহতও হয়েছে।

ইসরায়েলি বাহিনী মৌলিক নাগরিক বিধান, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তি বারবার লঙ্ঘন ও উপেক্ষা করায় বাংলাদেশ গভীর উদ্বেগ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে। দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষেও বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

ফিলিস্তিন জেনিনের শরনার্থী শিবির ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়

Facebook Comments