আপনি কি ফেরেশতা, মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

সরকারের পেছনে আজরাইল ঘুরঘুর করছে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন কত কথা বলে। এখন বুঝতে পারছি কারা শেখ হাসিনাকে মেরে জানাজা করে সমাহিত করে ফেলেছে। কারা এই নষ্ট রাজনীতি করে?

মির্জা ফখরুল বলেন  আজরাইল নাকি সরকারের পেছনে ঘুরঘুর করছে। আপনি কি আল্লাহর ফেরেশতা? আপনি কীভাবে জানেন আজরাইল কার পেছনে ঘুরঘুর করছে?

তিনি বলেন, ‘ফখরুল সাহেব, আল্লাহ কবে আপনাকে ফেরেশতা বানালো? কেউ কি জানে? কেউ জানে জানে না। সব আজগুবি খবর, নষ্ট রাজনীতি। এই নষ্ট রাজনীতি এবং নষ্ট কথা তারাই বলে। কী ভয়াবহ। কোনও দেশের রাজনীতিতে এই সংস্কৃতি কি আছে প্রতিপক্ষকে মেরে ফেলছে? এই গুজব ছড়ানো হচ্ছে। এ রকম ভয়াবহ গুজব ছড়ায়। এটা বিএনপি ও তাদের দোসররাই করে। এখন আজরাইল খবর থেকে আমার এ কথাই মনে হচ্ছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তার মৃত্যু নিয়ে গুজব ছড়ানোর বিষয়টি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘আমাকে তো কয়দিন ধরে মারছে। এখন আবার হাসপাতালে পাঠাচ্ছে। গভীর রাতে ফোন আসে, আপনি কি হাসপাতালে? আমি বলি- না, আমি তো বাসায়। আবার ফোন করে বলে, বেঁচে আছেন ভাই? বলি কেন? আমরা তো শুনেছি আপনি মরে গেছেন। আমাদের ইন্তেকাল পর্যন্ত তারা করিয়ে ফেলেছে। কয়েকবার এমন ঘটনা ঘটেছে। এখন আজরাইল লাগায়ে দিছে। আজরাইল সরকারের পেছনে ঘুরঘুর করছে।’

বিএনপির নেতৃত্বে যে ৫৪-দলীয় জোট, তা খুব বেশি দিন থাকবে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। টকশোতে গিয়ে বিএনপি নেতারা ‘পথহারা পথিকের মতো’ কথা বলেন বলেও মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, ‘কী করবে, কী বলবে, কী কর্মসূচি দেবে—এ নিয়ে ৫৪ দল, ৫৪ পদ, ৫৪ মত। এ দল ছোট হয়ে আসবে বেশি দেরি নাই। বামে-ডানে একাকার। অতি বাম, অতি ডান। এই দৃশ্যপট থাকবে না। গতবারও দেখেছি। ২১-দলীয় জোট শেষ পর্যন্ত জোটের নেতা কামাল হোসেনই আউট। এখন তো অদৃশ্য রিমোট কন্ট্রোলে বিএনপি চলে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশিরা কখন সরকারকে নিষেধাজ্ঞা দেবে, তাদের ওপর নির্ভর করে তাকিয়ে আছে বিএনপি। লবিং করছে আরও নিষেধাজ্ঞা দেওয়ার জন্য। জনগণ নেই, এখন নিষেধাজ্ঞা এবং অদৃশ্য ইশারায় তাদের রাজনীতি। এই অবস্থায় তারা এসে গেছে।’

আওয়ামী লীগ বিএনপিকে দুর্বল ভাবে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ বিরোধী সব শক্তিকে সম্মান করে। তবে বেশ কিছু অপশক্তি বিএনপির নেতৃত্বে জোট গঠন করেছে। আমাদের লক্ষ্য সামনে রেখে আমরা কর্মসূচি চালিয়ে যাবো। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের যে রূপকল্প ঘোষণা করা হয়েছে, তার বাস্তবায়ন আমরা করে যাবো।’

‘জিয়াউর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা’, মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে কাদের বলেন, ‘এটা কেমন করে হলো? এটা তো শুনিনি, জানি না। এই আজগুবি আওয়াজ কোথা হতে দেয়? ফখরুল মাঝে মধ্যে এমন উদ্ভট কথা বলে এবং জিয়াউর রহমান পারলে আওয়ামী লীগকে ধ্বংস করে দেয়। পঁচাত্তর ঘটানোই হয়েছে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধকে শেষ করার জন্য। তিনি করবেন আওয়ামী লীগ প্রতিষ্ঠা?’

এ সময় বিএনপিসহ তাদের সমমনা দলগুলো যে কর্মসূচি ঘোষণা করেছে, তাতে কোনও প্রকার সংঘাত বা উসকানি যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। ছাত্রলীগসহ সম্মেলন হওয়া সংগঠনগুলো এবং আওয়ামী লীগের উপ-কমিটিগুলোর কমিটি দ্রুত পূর্ণাঙ্গ করতে নির্দেশ দেন কাদের।

সম্মেলনের আগে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও এখন সেভাবে দেখা যায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলন চলে গেছে, অনেকেরই একটু গা-ছাড়া ভাব। পার্টি অফিসে সন্ধ্যায় গেলে লোকই দেখা যায় না। আগে তো ঢুকতেই পারতাম না। সব প্রার্থী। এখন মনে হচ্ছে প্রার্থী হয়ে তো লাভ নেই, সে জন্য গা-ছাড়া ভাব আছে। গা ঝাড়া দিয়ে উঠুন।’

এ সময় সম্মেলন হওয়া সংগঠনের কমিটি দ্রুত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘উপ-কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়েছে। কাজেই উপ-কমিটিগুলোর নতুন করে কমিটি করতে হবে। সেই প্রক্রিয়াটা যার যার বিভাগ থেকে উদ্যোগ নেবেন। এটা আমি বিশেষভাবে অনুরোধ করছি।’

রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এ দেশে ৩ নভেম্বর ঘটেছে। ৩ থেকে ৭ নভেম্বর কত অফিসারকে মারা হয়েছে? এই দেশে বিশ্বাসঘাতক কারা? সেখানে আজ নাকি আমি রাষ্ট্রপতি হওয়ার জন্য পাগল হয়ে গেছি। আমি আগেও বলেছি, মাঝেও বলেছি, এখনও বলছি, সর্বশেষ বলবো, রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই।’

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

 

Facebook Comments