ইজতেমার দ্বিতীয় পর্ব : ৫ মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত ইজতেমার দ্বিতীয় পর্বে তাবলীগ জামাতের এ পর্যন্ত ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত গত ২১ ঘণ্টায় ওই পাঁচজন মারা যান।

নিহতরা হলেন- ঢাকার গুলিস্তান বঙ্গবাজার এলাকার বোরহান উদ্দিন (৪৮), কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), গাইবান্ধার মৃত শুকুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫), ঢাকার সাভার থানা এলাকার মফিজুল (৫৪) ও বরগুনার আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৭৫)।

বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম জানান, শুক্রবার (২০ জানুয়ারি) রাত ১১ টার দিকে বোরহান উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়। পরে তিনি মারা যাযস। এর আগে রাত ৮টার দিকে আব্দুল হান্নান ইজতেমা ময়দানে জিকির করার সময় মারা যান। একই দিন সন্ধ্যায় আব্দুল হামিদ মন্ডল ও মফিজুল ইজতেমার ময়দানে মারা যান।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বরগুনার আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম বার্ধক্যজনিত কারণে মারা যান। নিহতরা সবাই মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী। তারা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছিল।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আছর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। এ সময় আম বয়ান করেন পাকিস্তানের ভাই হারুন কুরেশী।

আগামীকাল রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

Facebook Comments