দৌলতদিয়া-পাটুরিয়ায় মাঝ নদীতে ৩ ফেরি আটকা

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকাল সাড়ে ৭ টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। এসময় মাঝ নদীতে ৩টি ফেরি যানবাহন নিয়ে আটকা পড়েছে।

শনিবার (৭ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের উপ ব্যবস্থাপক শাহ খালেদ নেওয়াজ।

তিনি জানান, সাড়ে ৭ টার সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনায এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। এসময় মাঝ নদীতে রোরো ফেরি রুহুল আমিন, মতিউর রহমান ও ইউটিলিটি ফেরি বনলতা অর্ধ শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন নিয়ে আটকা পড়েছে।

পাটুরিয়া ফেরি ঘাটে রোরো ফেরি শাহ পরান ও ইউটিলিটি ফেরি ফরিদপুর ও রজনীগন্ধা এবং দৌলতদিয়া ফেরি ঘাটে রোরো ফেরি শাহ জালাল, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহ মখদুম, ইউটিলিটি ফেরি কুমিল্লা ও হাসনাহেনা বিভিন্ন প্রকার যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে বলেও জানান তিনি।

শাহ খালেদ নেওয়াজ জানান, কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

Facebook Comments