টিকা ছাড়াই হজে যেতে পারবে শিশুরা

চলতি বছর করোনা টিকা ছাড়াই ১২ বছরের নিচে শিশুরা হজে যেতে পারবে।

বৃহস্পতিবার (৯ জুন) ধর্ম মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনাধীন ১২ বছরের নিচে শিশুরা করোনা টিকা ছাড়াই হজে যেতে পারবে। ভিসাপ্রাপ্তি সাপেক্ষে তারা হজে যেতে পারবেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন।

Facebook Comments