কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আরও দেড় কোটি ডোজ টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সারাদেশে আরও দেড় কোটি ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে একবার দেশব্যাপী টিকা দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আবারও আমরা দুই-তিনটি কার্যক্রম করবো। যার মাধ্যমে দেড় কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে।’

জাহিদ মালেক জানান, এ পর্যন্ত প্রায় ৯ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা পাওয়া এমন জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ প্রথম ডোজ এবং ২৫ শতাংশ দুই ডোজ পেয়েছেন। তবে এখনও অনেকে টিকার বাইরে রয়ে গেছে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা নিতে লোক কমে আসছে। আমরা দেখি টিকা কেন্দ্রে আগের মতো ভিড় নেই। আমরা আহ্বান করবো, যারা টিকা নেননি তারা এগিয়ে আসুন। খুব সহজেই আমরা ভ্যাকসিন দিয়ে দেই, শুধু ন্যাশনাল আইডি কার্ড বা জন্মনিবন্ধন হলেই হয়। টিকা নেবেন ভালো থাকবেন।’

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব অধ্যাপক ডা. আহমদুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিঞা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম মোহাম্মদ খুরশিদ আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটু মিঞা, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. মো. বিলাল আহমেদ উপস্থিত ছিলেন।

Facebook Comments