মেসিদের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের

ইনজুরি থেকে ফেরার লড়াই শুরু করেছেন নেইমার জুনিয়র। শুরু করেছেন অনুশীলন। তাতেই জল্পনা শুরু হয়। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে খেলবেন বলে গুঞ্জন বেরোয়। পিএসজি কোচও উড়িয়ে দেননি খবরটি।

নেইমারের ইনজুরির অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্যারিসের দলটির কোচ মাউরিসিও পচেত্তিনো। তবে শেষ পর্যন্ত ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠে লিওনেল মেসিদের বার্সেলোনার বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের।

ফুটবল বিষয়ক স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা এমনই খবর দিয়েছে। তারা জানিয়েছে, নেইমার এখনও দলীয় অনুশীলন শুরু করতে পারেননি। স্বতন্ত্র অনুশীলন করছেন। বার্সার বিপক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের তাই খেলা হবে না।

নেইমার ফ্রান্স লিগ কাপের ম্যাচে গত ১০ ফেব্রুয়ারি ইনজুরিতে পড়েন। ক্যাম্প ন্যুতে প্রথম লেগেও বার্সার বিপক্ষে তাই খেলা হয়নি তার। ওই ম্যাচে পিএসজি ৪-১ গোলে জিতে শেষ আটে যাওয়ার দৌড়ে এগিয়ে আছে। তবে ফর্মে ফেরা বার্সার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

Facebook Comments