সস্ত্রীক টিকা নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সস্ত্রীক টিকা নিয়েছেন।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহণের পর প্রতিমন্ত্রী ভালো বোধ করছেন। কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হননি। টিকা নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘দেশের বাইরে থাকায় টিকা নিতে বিলম্ব হলো, আলহামদুলিল্লাহ আজকে সস্ত্রীক টিকা নিয়েছি। টিকার ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এত বিপুল জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রদান কার্যক্রম এবং মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় এটিই প্রমাণিত হয়, সব অপপ্রচারকে পেছনে ফেলে প্রধানমন্ত্রী সময়োচিত সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার যে পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটি অত্যন্ত সফল।’

দেশবাসীকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে সারা দেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবাদানকারীদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেওয়া হচ্ছে। বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

Facebook Comments