বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলো ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন

ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন জরুরি ভিত্তিতে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা প্রতিরোধে প্রথম কোনো ভ্যাকসিন অনুমোদন দিলো সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, নিরাপত্তা ও কার্যকারিতার সব শর্ত পূরণ করেছে ভ্যাকসিনটি। যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে ২ কোটি মানুষকে করোনার টিকা দেয়ার লক্ষ্য থাকলেও দেয়া হয়েছে মাত্র ২৮ লাখকে।

দেশটির উইসকনসিনে ৫শ ডোজ টিকা ফ্রিজ থেকে বের করে লুকিয়ে রাখার দায়ে গ্রেপ্তার করা হয়েছে এক ফার্মাসিস্টকে। প্রাথমিকভাবে বলা হচ্ছে অরোরা মেডিকেল সেন্টারের ফার্মাসিস্ট ইচ্ছাকৃতভাবে এই কাজ করেন।

Facebook Comments