শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়টি এখনও অনিশ্চিত : শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। শিক্ষা কার্যক্রম বিষয়ক জরিপ অনুষ্ঠানে বুধবার (১১ নভেম্বর) এ কথা জানান শিক্ষামন্ত্রী দিপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, এ মাসের ১৪ তারিখ পর্যন্ত আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছি। আগামী ১৫ নভেম্বর খুলবে কিনা, নাকি বন্ধ রাখবো, নাকি কোনও কোনও ক্লাসের জন্য সীমিত আকারে আমরা শুরু করতে পারবো; এসব বিষয় নিয়ে আমরা এখনও কাজ করছি। ১৪ নভেম্বরের আগে আমরা জানিয়ে দিতে পারবো। কাল বা পরশুর মধ্যে সিদ্ধান্তটি জানিয়ে দেবো।

শহরকেন্দ্রিক এই জরিপটি পরিচালনা করে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম। জরিপে চট্টগ্রামে ৪৯৬, ঢাকায় ৩৯৫ জন শিক্ষার্থীসহ মোট সাড়ে ১১শ’ শিক্ষার্থীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

তথ্যে দেখা গেছে, শ্রেণি কার্যক্রম হয়নি তারপরেও ৯৩ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ ফি নিয়েছে। কিছুটা কম নিয়েছে ৭ শতাংশ প্রতিষ্ঠান। তবে ৫০ শতাংশ ফি নিয়েছে কেবল ২ শতাংশ প্রতিষ্ঠান। মাধ্যমিকে ৪২ শতাংশ ও উচ্চ মাধ্যমিকে ৫৮ শতাংশ শিক্ষার্থী অনলাইন শিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছে।

Facebook Comments