নুর হোসেন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি

দেশবাংলা ডেস্ক

বিরোধী স্বৈরাচার গণতান্ত্রিক আন্দোলনে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর জিরো পয়েন্টে নুর হোসেন চত্বরে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন, ১৯৮৭ সালের এইদিনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বুকে-পিঠে স্বৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক লেখা স্লোগান নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন নুর হোসেন। মিছিলটি রাজধানীর জিরো পয়েন্ট (বর্তমান নুর হোসেন চত্বর) এলাকায় পৌছালে পুলিশ গুলি চালায়, এতে গুলিবিদ্ধ হয়ে নুর হোসেন শহীদ হন। নুর হোসেনের বুকে-পিঠে লেখা স্লোগান আজও সবাইকে স্বৈরাচারসহ সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি ও অনুপ্রেরণা যোগায়। আজকের এই দিনে শহীদ নুর হোসেনের রুহের মাগফেরাত কামনা করছি।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments