জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফল প্রকাশ ২০২০

দেশবাংলা ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফল ২০২০ প্রকাশ হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে সারাদেশে ৭৯৭টি কলেজের ৪ লাখ ৩০ হাজর ২৬৯ জন পরীক্ষার্থী মোট ২৯৮টি কেন্দ্রে অংশগ্রহণ করে। পাসের হার ৯৪ দশমিক ৫৮ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে প্রকাশিত ফল মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/result এবং http://www.nubd.info/hons.php থেকেও অনলাইনে ফল পাওয়া যাবে।

মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে nu<space>h2<space> Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানিয়ে দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Facebook Comments