স্কিল ক্যাম্পের জন্য ডাকা হলো ৪৫ যুবা ক্রিকেটারকে

স্পোর্টস ডেস্ক

সর্বোচ্ছ স্বাস্থ্য প্রটোকল মেনে অনুশীলন ক্যাম্পের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এরই মধ্যে ক্রিকেটাররা ব্যাক্তিগত অনুশীলন শুরু করেছে। দু’দিন আগেই জানা গেছে, যুব দলের ক্রিকেটারদের স্কিল ক্যাম্প করা হবে। সিলেটে হবে নাকি বিকেএসপিতে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প তা নিয়ে দ্বীধা-দ্বন্দ্বে ছিল বিসিবি। শেষ পর্যন্ত বিকেএসপিই নির্ধারিত হয়েছে এই ক্যাম্পের জন্য।

অবশেষে আজ বিসিবি থেকে পাঠানো হয়েছে এই স্কিল ক্যাম্পের জন্য ৪৫ জনের প্রাথমিক তালিকা। ১৫জন করে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে এই ক্রিকেটারদের। মোট চার সপ্তাহ ধরে চলবে এই আবাসিক স্কিল ক্যাম্প। ক্যাম্প চলাকালে তিন গ্রুপ নিজেদের মধ্যে মোট ৮টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে।

বিসিবি জানিয়েছে, ক্যাম্প শুরু করার আগে প্রতিটি ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হবে। এই পরীক্ষা চলবে ১৫ থেকে ১৯ আগস্ট পর্যন্ত। এরপরই ২৩ আগস্ট থেকে শুরু হবে অনুশীলন। শুরুতেই হবে ফিটনেস ট্রেনিং। এরপর বাকি কার্যক্রম। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

Facebook Comments