ব্রয়লার মুরগির দাম কমেছে,গরুর মাংসের দাম দ্বিগুণ

মোঃ রায়হান

রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। অন্যান্য মুরগির দামও কমেছে। তবে অপরিবর্তিত আছে ডিমের দাম।

শনিবার রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে ।

মুরগির দাম কমলেও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম। বাজারগুলোতে প্রতি ডজন লাল ডিম (আকার ভেদে) বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়, দেশি মুরগি ১৫০ থেকে ১৬০ টাকায়, হাঁসের ডিম ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে গরুর মাংস।রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৫৮০-৬০০ টাকায়। রোজার ঈদের (ঈদুল ফিতর) আগে থেকেই এমন চড়া দামে গরুর মাংস বিক্রি হচ্ছে।

Facebook Comments