সোনার তৈরি মাস্ক!

দেশবাংলা ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে স্বর্ণের তৈরী মাস্ক ব্যবহার করে ভাইরাল হয়েছেন এক ভারতীয়। দেশটির মহারাষ্ট্রের পুনে জেলার বাসিন্দা শংকর কুরাদ পরছেন সাড়ে ৫ পাউন্ড সোনার তৈরি মাস্ক। শংকরকে এই মাস্কের জন্য গুনতে হয়েছে দুই লাখ ৮৯ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাড়ে তিন লাখ টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,শংকর কুরাদ শৈশব থেকেই সোনার অলংকার পরতে পছন্দ করেন। তিনি হাতের সব কটি আঙুলে সোনার তৈরি আংটি পরেন। তাঁর কবজিতে থাকে চওড়া ব্রেসলেট ও গলায় থাকে সোনার অলংকার।

শংকর কুরাদে বলেন, সোনার তৈরি মাস্ক পরার শখ তাঁর জেগেছে একটি ভিডিওচিত্র দেখে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে এক ব্যক্তিকে রুপার তৈরি মাস্ক পরতে দেখেছিলেন তিনি। এরপর শংকর এক স্বর্ণকারের সঙ্গে কথা বলেন। ওই স্বর্ণকার তাঁকে এক সপ্তাহের মধ্যেই মাস্কটি তৈরি করে দেন। স্বর্ণের মাস্ক নিয়ে শংকর বলেন, স্বর্ণ দিয়ে বানানো হলেও তাঁর মাস্কটি পাতলা ও এতে ছোট ছিদ্র আছে। ফলে তাঁর শ্বাস নিতে কোনো সমস্যা হয় না।তবে এই মাস্কে করোনাভাইরাস প্রতিরোধ হবে কিনা, সে ব্যাপারে নিশ্চিত নন শংকর কুরাদ।

Facebook Comments