এক হাজার দুস্থ খেলোয়াড়দের পাশে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্থ এই খেলোয়াড়দের পাশে দাঁড়ালো ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মাধ্যমে বাছাই করা এক হাজার দুস্থ খেলোয়াড়কে বুধবার এক কোটি টাকা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি।

জাতীয় ক্রীড়া পরিষদে এদিন দুপুরে খেলোয়াড় ও বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের হাতে এই টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রাথমিক পর্যায়ে ২৪টি ফেডারেশন থেকে মনোনীত প্রায় ছয় শতাধিক খেলোয়াড়দের প্রত্যেককে দশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। খেলোয়াড়দের পক্ষে তাদের নিজ নিজ ফেডারেশনের প্রতিনিধিরা চেক গ্রহণ করেন।

এই এক হাজার খেলোয়াড়ের মধ্যে বিসিবির পক্ষ থেকে ৫০১ জনকে খেলোয়াড়কে দেওয়া হয়েছে ৫০ লাখ ১০ হাজার টাকা। বাকি টাকা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

চেক বিতরণের সময় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

Facebook Comments