নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে মাশরাফির ব্রেসলেটের নিলামের ৪২ লাখ টাকা দুস্থ মানুষের জন্য ব্যয় হবে

স্পোর্টস ডেস্ক  উজ্জ্বল রায় (নড়াইল প্রতিনিধি)

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্ত্তজার ব্যবহার্য নামখচিত ব্রেসলেটটি নিলামের মাধ্যমে বিক্রি হওয়া ৪২ লাখ টাকা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় কর্মহীন হয়ে পড়া দেশের মানুষের জন্য ব্যয় করা হবে।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক সোমবার দুপুরে চিত্রা রিসোর্টে সাংবাদিকদের জানান, রোববার (১৭মে) রাত ১২টার দিকে মাশরাফির এ ব্রেসলেটটি কিনে নেন বাংলাদেশ লিজিং এন্ড ফাইনান্স কোম্পানি এসোসিয়েশন । নিলাম শেষে এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম দীর্ঘ ১৮ বছরের অনেক সুখ-দুঃখের অবিচ্ছেদ্য সঙ্গী ‘মাশরাফি নামাংকিত’ এই ব্রেসলেটটি মাশরাফিকে উপহার হিসেবে ফেরত দেন।

নিলামের ৪২ লাখ টাকা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে ব্যয় করার কথা জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মোর্ত্তজা। এছাড়া ব্রেসলেটটি ক্রয়ের জন্য বিএলএফসিএ’র চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ অর্থ নিষ্ঠা ও সততার সাথে করোনায় ক্ষতিগ্রস্থদের পেছনে ব্যয় করা হবে।

দেশবাংলাবিডি২৪/উ

Facebook Comments