প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

দেশবাংলা ডেস্ক

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতির মামলায় গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৯ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কারণে তরিকুল ইসলাম মুমিনকে (সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ) বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে ভোলা থেকে গ্রেফতার করে পুলিশ। ভোলা সদর মডেল থানা পুলিশের সহায়তায় বুধবার (৬ মে) রাতে ভোলার গাজীপুর রোডের বাসা থেকে মুমিনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।

দেশবাংলাবিডি২৪/দে

Facebook Comments