সেপ্টেম্বরের পরে হবে আন্তর্জাতিক আর্চারি

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিশ্বের সব ধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া খেলাধুলা আপাতত স্থগিত রয়েছে। তারই অংশ হিসেবে স্থগিত রয়েছে বাংলাদেশের আর্চারিও। ওয়ার্ল্ড আর্চারি ঘোষণা দিয়েছে আগামী ৩১ আগস্ট পর্যন্ত কোনো ধরনের আন্তর্জাতিক আর্চারি হবে না। তবে চলতি বছরেই আবার আন্তর্জাতিক আসর মাঠে গড়াবে বলে জানানো হয়।

বাংলাদেশ আর্চারি ফেডারেশ জানিয়েছে, কোনোভাবেই সেপ্টেম্বরের আগে কোনো আন্তর্জাতিক আর্চারি প্রতিযোগিতা আয়োজন করতে চায় না।

ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন,ওয়ার্ল্ড আরর্চারির নির্বাহী কমিটি এই সিদ্ধান্তটি আমাদের জানিয়ে দিয়েছে। ৩১ আগস্টের আগে কোনোভাবেই আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের চিন্তা করছে না তারা। আর সব ন্যাশনাল ফেডারেশনকে জানিয়ে দেওয়া হয়েছে, নিজ দেশের পরিস্থিতি যদি খেলার উপযুক্ত হয় তবে জুলাইয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপসহ অন্যান্য ঘরোয়া খেলা আয়োজন করা যাবে।

Facebook Comments