কাঁচা আমের শরবত রেসিপি

দেশবাংলা ডেস্ক

দিনভর রোজা রেখে ইফতারে রাখতে পারেন এক গ্লাস কাঁচা আমের শরবত। জেনে নিন কীভাবে বানাবেন।

উপকরণ-
কাঁচা আমের টুকরো- ১ কাপ
চিনি- স্বাদ মতো
পুদিনা পাতা- ১০টি
ধনেপাতা কুচি- ২ চা চামচ
কাঁচা মরিচ- ১টি (কুচি)
ভাজা জিরার গুঁড়া- আধা চা চামচ
বিট লবণ- ১ চা চামচ
লেবুর রস- ১ চা চামচ
লবণ- সামান্য

প্রস্তুত প্রণালি – ব্লেন্ডারে ১ গ্লাস পানি ও অন্যান্য সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর আরও দুই গ্লাস পানি মিশিয়ে ব্লেন্ড করুন।খুব সহজে তৈরী হয়ে যাবে কাঁচা আমের শরবত রেসিপি ।

দেশবাংলাবিডি২৪/তা/

Facebook Comments