করোনায় আক্রান্ত ১০ শতাংশ রোগীর লক্ষণ-উপসর্গ নেই

দেশবাংলা ডেস্ক

সারাদেশে এখন পর্যন্ত করোনা রোগীদের মধ্যে প্রায় ৮০০ জন সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, এই ৮০০ জনের কোনও লক্ষণ-উপসর্গ নেই। সেই হিসাবে মোট শনাক্তের ৯.৭২ শতাংশের করোনার লক্ষণ-উপসর্গ নেই।

শুক্রবার (১ মে) দেশের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব তথ্য জানান।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০০ জন সুস্থ আছেন। তাদের মধ্যে কোনও লক্ষণ উপসর্গ নেই। কিন্তু পরপর দুটি টেস্ট করতে হয়,সেটির মধ্যে কারও একটি টেস্ট হয়েছে, কারও বাকি আছে। কারও কারও একটিও টেস্ট হয়নি। কারণ এটি সময়ের ব্যাপার। লক্ষণ-উপসর্গ সম্পূর্ণ নিরাময় হওয়ার পরই আমরা এই রিপিট টেস্টগুলো করে থাকি। এই ৮০০ শনাক্ত রোগীরা বাসায় আছেন এবং কিছু হাসপাতালে আছেন, তাদের কোনও লক্ষণ-উপসর্গ নেই।

Facebook Comments