করোনায় আক্রান্ত সংসদ সদস্য

জাতীয় সংসদের একজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্যর শুক্রবার (১ মে) করোনা ধরা পড়ে। তিনি বর্তমানে সংসদ ভবনে সামনে মানিক মিয়া এভিনিউয়ের ৪ নম্বর ভবনে অবস্থান করছেন। ভবনটি লকডাউনের প্রস্তুতি চলছে।

এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সরকারদলীয় একজন সংসদ সদস্য। তিনি নওগাঁ ২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। দশম জাতীয় সংসদে তিনি হুইপ ছিলেন।

সংসদ সূত্র জানায়, সাবেক এই হুইপ গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে রাজধানীতে আসেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। শুক্রবার বিকেলে তার পজেটিভ রেজাল্ট আসে।

Facebook Comments