মুন্সীগঞ্জের গজারিয়ার কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ

বিশেষ সংবাদদাতা

মুন্সীগঞ্জের গজারিয়ার করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়া কৃষকের ৩০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের সদস্যরা।

বুধবার (২২ এপ্রিল) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক গ্রামের কৃষক জিলহজ্জ ফকিরের ক্ষেতের ধান কেটে দেয়।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল আহমেদ জানান, মধ্যবিত্ত কৃষক জিলহজ্জ ফকিরের পাকা বোরো ধান ক্ষেতে হঠাৎ পানি বৃদ্ধি পায়। এতে ধান ভেসে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। এমন অবস্থায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস আমাদের দ্রুত সেখানে গিয়ে কৃষকের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। তার নির্দেশনা মোতাবেক ওই কৃষককে সহায়তা করা হয়।

কৃষক জিলহজ ফকির বলেন, আমাদের ধান চাষ করা ছাড়া অন্য কোন পেশা নাই। সারাদেশে করোনার কারণে ধান কাটার শ্রমিকরা আটকা পড়ে আছে। তারা জানিয়ে দিয়েছে যে, ধান কাটতে আসতে পারবে না। আমি কয়েক দিন ধরে ধান কাটার শ্রমিক খুঁজছিলাম। পরে খবর পেয়ে ছাত্রলীগের নেতা শাকিল তার নেতাকর্মীদের নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। আমার জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে। আমরা সবাই খুব খুশি।

দেশবাংলাবিডি২৪/তা/

Facebook Comments