সিলেট ওসমানী মেডিকেলের সহকারী অধ্যাপক করোনায় মারা গেলেন

দেশবাংলা ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মইন উদ্দিনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট ডা. শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ এপ্রিল, রোববার সিলেটে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত হিসেবে এই চিকিৎসককে শনাক্ত করা হয়। গত ৭ এপ্রিল মঙ্গলবার রাতে অ্যাম্বুলেন্স করে তাকে বাসা থেকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) নেওয়া হয়।

কিন্তু ওই  হাসপাতালে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পরিবারের দাবির প্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য ৮ এপ্রিল রাতে তাকে বেসরকারি একটি হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়।গত সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফসাপোর্টে নিয়ে যাওয়া হয়েছিল।

Facebook Comments