করোনা থেকে সুরক্ষায় সচেতন এক রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক : দেশবাংলা বিডি ২৪.কম

রাজধানীতে সচেতন এক রিকশাওয়ালাকে রিকশা চালাতে দেখা গেল। ৫ বছর ধরে তিনি ঢাকায় রিকশা চালান। করোনা আতঙ্কে রিকশা চালানোর বিষয়ে দেশবাংলাবিডির রিপোর্টারকে তিনি বলেন , তার মতো রিকশা চালকদের বাড়িতে বসে থাকার সুযোগ নেই। রিকশার চাকা না ঘুরলে, বাড়িতে চুলা জ্বলে না। পরিবারের সদস্যদের মুখের দিকে তাকিয়ে তাই রাস্তায় বের হতে হয়।
সে তার রিকশায় নিজের তৈরী এক বোতল জীবাণুনাশক স্প্রে রাখে।তার মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পড়ে ।সে তার রিক্সায় যাত্রী উঠার পরে সে যাত্রীর হাতে জীবাণুনাশক স্প্রে করে এবং যাত্রী নামার পরে তার রিকশার সিটেও এই স্প্রে দেয়। আমাদের উচিত খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়া এবং জনসমাগম এড়িয়ে চলা।

Facebook Comments