করোনায় আক্রান্ত হলেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপি নাদিন ডোরিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
নাদিন ডোরিস প্রথম ব্রিটিশ এমপি যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ডোরিস জানান, তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতে আলাদা থাকছেন। চিকিৎসক যেভাবে পরামর্শ দিয়েছেন মেনে চলছেন। পাশাপাশি গত কয়েকদিনে তিনি যেসব লোকের সংস্পর্শে এসেছেন যুক্তরাজ্যের গণস্বাস্থ্য বিভাগ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।
ডোরিস আরো জানিয়েছেন, তার ৮৪ বছর বয়সি মা সঙ্গেই থাকেন। তিনি মাকে নিয়ে বেশি চিন্তিত। ইতোমধ্যেই তার মায়ের কাশি শুরু হয়েছে।
করোনাভাইরাসে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন। মঙ্গলবার নতুন করে ৬২ জন আক্রান্ত হয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ১৮ জন।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা চার হাজার ২৯৫ জন।আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৭৯ জন। বিশ্বের ১১৯ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

শেয়ার করুন

Facebook Comments