সৌদি নাগরিকদের ওমরাহ পালনে নিষেধাজ্ঞা

করোনা আতঙ্কে এবার নিজেদের নাগরিকদের ওপর ওমরাহ পালন এবং মদিনায় মসজিদে নববিতে যাতায়াতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নাগরিক, বাসিন্দা ও সৌদি আরবে যারা ওমরাহ পালনে, মসজিদে নববিতে সফর অথবা পর্যটনে আসেন তাদের সর্বোচ্চ সুরক্ষার পূর্ণ প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মক্কা মোকাররমা ও মদিনার সব প্রবেশ পথে কড়া পাহারা বসানো হবে। তবে ওই নোটিশে মসজিদ এলাকার বাসিন্দাদের জন্য কোনো নির্দেশনা জানা যায়নি।এদিকে গত সোমবার সৌদি আরবে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আক্রান্ত ওই সৌদি নাগরিক ইরান থেকে বাহরাইন হয়ে দেশে ফিরেছিলেন।

Facebook Comments