জমজমাট ল্যাপটপ মেলা

ল্যাপটপ ক্রয়ে অভাবনীয় মূল্যছাড় ও উপহার পেতে ঢাকায় চলমান ল্যাপটপ মেলার শেষ দিন চলছে আজ। ক্রেতারা তাদের পছন্দের প্রতিষ্ঠানের স্টলে ভিড় জমাচ্ছেন।
আজ শনিবার সকাল ১০টা থেকেই দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত করা হয়েছে। ল্যাপটপ মেলার শেষ দিন হওয়ায় সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়ছে। মেলা প্রাঙ্গনে টিকিট বুথের সামনে লাইন ধরে টিকিট কিনতে দেখা গেছে। বেচা বিক্রি হচ্ছে বেশ। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ‘ইসেট ল্যাপটপ ফেয়ার ২০১৯’ এর পর্দা নামবে আজ রাত ৮টায়।
মেলায় অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানই মূল্যছাড় ও নানা অফার দিচ্ছে। মেলায় ওয়ালটন কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের গেমিং ল্যাপটপ ক্রয়ে মিলছে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। ৬৯,৯৫০ এবং ৭৯,৯৫০ টাকা দামের এই দুই সিরিজের ল্যাপটপ মূল্যছাড়ের আওতায় কেনা যাচ্ছে মাত্র ৫২,৪০০ এবং ৫৯,৯৫০ টাকায়। এছাড়া ওয়ালটনের ট্যামারিন্ড সিরিজের তিন মডেলের ল্যাপটপে ১৫, প্যাশন ও প্রিলুড সিরিজের সব মডেলের ল্যাপটপে ১২ শতাংশ করে মূল্যছাড় মিলছে। এর ফলে মাত্র ১৭,৫০০ টাকায় পাওয়া যাচ্ছে দেশে তৈরি ওয়ালটন ল্যাপটপ। পাশাপাশি, ওয়ালটনের সব মডেলের ডেক্সটপ এবং মনিটরে ১০ শতাংশ এবং অন্যান্য অ্যাকসেসরিজ (কিবোর্ড, মাউস, পেনড্রাইভ, মেমোরি কার্ড, ইয়ারফোন, র‌্যাম এবং ওয়াই-ফাই রাউটার) কেনায় ১৫ শতাংশ মূল্যছাড় রয়েছে।
ডেল ব্র্যান্ডের যেকোনো ল্যাপটপ কিনলে স্ক্র্যাচ অ্যান্ড উইনে মনিটর, মাউস, কিবোর্ড, ৫০০ টাকার প্রাইজবন্ড, দুইদিন একরাত কাপল ট্যুরের সুযোগসহ নানা পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
মেলায় আসুসের গেমিং (এফএক্স, আরওজি) ও জেনবুক সিরিজের ল্যাপটপ কিনলে ক্রেতারা পাবেন ১ বছরের ‘এক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশন’ সেবা। এর আওতায় প্রথম এক বছর যে কোনো ধরনের দুর্ঘটনাজনিত কারণে ল্যাপটপের যেকোনো সমস্যা হলে বিনামূল্যে ক্রেতারা সেবা পাবেন আসুস থেকে। এ ছাড়াও, আসুসের যেকোনো মডেলের ল্যাপটপ কিনে ক্রেতারা পাবেন ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট, এলইডি টিভি, এসিসহ আরো অনেক উপহার জিতে নেয়ার সুযোগ।
এইচপির ল্যাপটপ কিনলে ক্রেতারা পাবেন এইচপির পক্ষ থেকে একটি স্ক্র্যাচ কার্ড। কার্ডটি স্ক্র্যাচ করে ৭০০ টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার জিতে নেবার সুযোগ রয়েছে।
লেনোভোর ল্যাপটপ কিনলে আট ধরনের পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। মেলায় লেনোভোর ল্যাপটপ কিনলে ক্রেতারা পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। কার্ডটি ঘঁষে লেনোভোর ক্রেতারা পেতে পারেন ৩২ ইঞ্চির সনি টেলিভিশন, ঢাকা ব্যাংকক ঢাকা এয়ার টিকেট, বাইসাইকেল, গুগল হোম, স্যান্ডউইচ মেকার, ইলেক্ট্রিক কেটলি, পাওয়ার ব্যাংক এবং ৫০০ টাকার ভাউচার জেতার সুযোগ।
এছাড়াও মেলায় আইলাইফ, চুই ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। শেষ বেলায় হতো আরো অনেক ছাড়, অফার ও উপহারের ঘোষণা দিবে ব্র্যান্ডগুলো। ল্যাপটপের পাশাপাশি মেলায় ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুষাঙ্গিক গ্যাজেট পাওয়া যাচ্ছে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুল শিক্ষার্থী এবং প্রতিবন্ধীদের জন্য প্রবেশ ফ্রি। এক্সপো মেকারের আয়োজনে এটি ২১তম ল্যাপটপ মেলা।

Facebook Comments