বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ঈদুল ফিতরের টানা এক সপ্তাহ ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
শনিবার (৮ জুন) সাড়ে ১২টা থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়। এর আগে, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটিতে টানা এক সপ্তাহ বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
এদিকে, ছুটি শেষে বাণিজ্য শুরু হলেও বন্দর ও কাস্টমস পণ্য খালাসে ব্যবসায়ীদের মধ্যে তেমন কর্মব্যস্ততা চোখে পড়েনি। দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা অনেকে কর্মস্থলে যোগ দিলেও বন্দর ও কাস্টমসের প্রথম সারির অধিকাংশ কর্মকর্তারা কাজে যোগ দেননি।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ভারত থেকে আমদানি হয়েছে ৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য। আর ভারতে রপ্তানি হয়েছে ৩০ ট্রাক দেশীয় পণ্য।

Facebook Comments