অভিনেত্রী মায়া ঘোষ চলে গেলেন

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে মারা গেছেন মঞ্চ নাটক, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী এবং মুক্তিযোদ্ধা মায়া ঘোষ। রোববার সকাল পৌনে ৯টার দিকে যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মায়া ঘোষের বড় ছেলে দীপক ঘোষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০০০ সালে মায়া ঘোষের শরীরে ক্যানসার ধরে পড়ে। ২০০১ সালের ফেব্রুয়ারিতে কলকাতার সরোজ গুপ্ত ক্যানসার হাসপাতালে চিকিৎসা শুরু হয়। ধারাবাহিকভাবে চলে চিকিৎসা। ২০০৯ সালের দিকে কিছুটা সুস্থ হয়ে ওঠেন। এরপর কিডনি, লিভার ও হাটুর সমস্যা দেখা দেয়।
এদিকে ১৯৮১ সালে পাতাল বিজয় চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন মায়া ঘোষ। সর্বশেষ ২০১৬ সালে এটিএন বাংলার জনপ্রিয় ধারাবাহিক ডিবি-তে অভিনয় করেছেন।

Facebook Comments