চাঁদ দেখা গেছে,মঙ্গলবার থেকে রোজা

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুরু হলো পবিত্র মাহে রমজান। সোমবার (০৬ মে) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়।
নতুন চাঁদ দেখা যাওয়ায় সোমবার (০৬ মে) দিনগত শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। একই সঙ্গে সোমবার এশার নামাজের পর দেশের মসজিদে মসজিদে শুরু হবে তারাবি নামাজের জামাত।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করা হয়।
সোমবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভার সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
এ হিসেবে আগামী ২৬ রমজান (০১ জুন) শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে কদর উদযাপিত হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

Facebook Comments