প্রিমিয়ার ফুটবল লিগ তিন দিন পেছালো

সোমবার মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব; কিন্তু লিগের ৬ ভেন্যুর দুটি গোপালগঞ্জ ও নোয়াখালিতে দলগুলো যাওয়া নিয়ে কিছুটা সমস্যা তৈরি হওয়ায় খেলা তিনদিন পিছিয়েছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। ৯ মে লিগ শুরুর দিন ধার্য্য করে নতুন ফিকশ্চার চূড়ান্ত করেছে কমিটি।
শুরুর দিন চারটি ম্যাচ হবে। চারটিই হবে ঢাকার বাইরে। নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে স্বাগতিক বসুন্ধরা কিংস খেলবে গতবারের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন আবাহনী। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘের।
লিগের প্রথম পর্ব শেষে ৩৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে নবাগত বসুন্ধরা কিংস। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আবাহনী। শেখ রাসেল ক্রীড়া চক্রের অবস্থান তিন নম্বরে। তাদের পয়েন্ট ২৭।

Facebook Comments