বুধবার থেকে পাওয়া যাবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের টিকিট

বিশ্বকাপ শুরু হতে মাত্র ৫২ দিন বাকি।ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৩০ মে।বিশ্বকাপ ম্যাচের মতো প্রস্তুতি ম্যাচেরও টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। বুধবার থেকে প্রস্তুতি ম্যাচের টিকিট পাওয়া যাবে,জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামী ২৪ থেকে ২৮ মে পর্যন্ত দশটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের অংশগ্রহণকারী দলগুলো দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। চারটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে- ব্রিস্টল, কার্ডিফ, হ্যাম্পশায়ার ও ওভাল। ম্যাচগুলোকে ওয়ানডের মর্যাদা দেয়নি আইসিসি।
প্রস্তুতি ম্যাচে সর্বনিম্ন টিকিটের মূল্য ১৫ পাউন্ড,সর্বোচ্চ ৩০ পাউন্ড ।উল্লেখ্য, ১৬ বছরের কম বয়সিদের টিকিট পাওয়া যাবে মাত্র ১ পাউন্ডে।
আগ্রহীরা টিকিট কিনতে পারবেন এ লিঙ্কে, Official CWC19 Ticketing Site. এছাড়া ম্যাচ ডে’তে ভেন্যুর বাইরেও টিকিট পাওয়া যাবে। এজন্য বাড়তি ৫ পাউন্ড বেশি গুনতে হবে।
২৬ মে কার্ডিফে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। এ ম্যাচের সর্বনি¤œ টিকিটের দাম ১৫ পাউন্ড, সর্বোচ্চ ২০ পাউন্ড। ২৮ মে একই মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। একই দামে টিকিট কিনতে পারবেন প্রত্যাশিরা।২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। ম্যাচটি হবে ওভালে।

Facebook Comments