জীবন-মৃত্যুর মালিক আল্লাহ

জীবন-মৃত্যুর মালিক আল্লাহজীবন-মৃত্যুর মালিক আল্লাহআল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা কীভাবে আল্লাহর সঙ্গে অঙ্গীকার কর? অথচ তোমরা ছিলে প্রাণহীন। তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন ও পুনরায় জীবন্ত করবেন। পরিণামে তার দিকেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন এবং তাকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন। তিনি সর্ববিষয়ে সবিশেষ অবগত।’ (সুরা বাকারা : ২৮-২৯)
আল্লাহর সামনে বান্দা সবসময় অবনত ও সংযত থাকবে। নিজ থেকে কোনো অঙ্গীকার করবে না।মানুষের জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ।আখেরাতেও আল্লাহ পুনরায় আমাদের জীবন দান করবেন। মানুষের সর্বশেষ গন্তব্য আল্লাহর কাছেই। সবাইকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে।পৃথিবীতে বিদ্যমান যাবতীয় সৃষ্টি মানুষের জন্যই। মানুষ এসব ভোগ ও উপভোগ করবে এবং আল্লাহর ইবাদত করবে।আমরা যখন যেখানে যাই করি না কেন আল্লাহ সব জানেন। আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছুই নেই।

Facebook Comments