শুরু ইউনি ফুটসাল প্রতিযোগিতা

আজ রোববার থেকে শুরু হয়েছে উইংস ইউনি ফুটসাল প্রতিযোগিতা-২০১৯।এই প্রতিযোগিতার কো-স্পন্সর ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।
বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। তার আগে সকাল সাড়ে দশটায় ফেনী বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) এর মধ্যকার মাচ দিয়ে শুরু হয় টুর্নামেন্ট।আজ থেকে শুরু হয়ে এবারের এই আসর চলবে ৪ এপ্রিল পর্যন্ত।৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন গ্রুপ পর্বে ১৬ টি করে ৪৮টি ম্যাচের মধ্য দিয়ে প্রতিটি দল খেলার সুযোগ পাবে ৩টি করে ম্যাচ। রাউন্ড অব সিক্সটিনে ওঠা ১৬ টি দল ৩ এপ্রিল নক আউট রাউন্ডের ৮টি ম্যাচের মধ্য দিয়ে নিশ্চিত করবে তাদের পরবর্তী রাউন্ডে যাওয়া।৪ এপ্রিল পরবর্তী রাউন্ডের (কোয়ার্টার ফাইনাল , সেমিফাইনাল ও ফাইনাল) ৮ টি খেলার মধ্য দিয়ে এবারের আসর পেয়ে যাবে বিজয়ী ও রানার্সআপ দল। যাদের উপহার প্রদান করা হবে সজীব গ্রুপ- উইংস ক্লিয়ার লেমন, হিরো এবং ওয়ালটনের সৌজন্যে।সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলা প্রতিটি ম্যাচের দৈর্ঘ্য হবে ২০ মিনিট এবং প্রতিটি দলে খেলার সুযোগ পাবে ১০ জন করে। প্রতিটি দলের দায়িত্বে থাকবেন একজন করে কোচ।

Facebook Comments