আবাহনী-শেখ জামাল ক্লাব সমিতির সাথে নেই

বাংলাদেশ ফুটবল ক্লাব সমিতির সঙ্গে নেই আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ আসরের ৯ বার ট্রফি জেতা এই দুই ক্লাব (আবাহনী-৬, শেখ জামাল-৩) ছাড়াই যাত্রা শুরু করলো ফুটবল ক্লাবগুলোর এ সংগঠন।গত ২২ জানুয়ারি কমিটি গঠন করে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার ৮২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও সেখানে রয়ে গেছে বিশাল অপূর্ণতা। এ কমিটির সঙ্গে নেই আবাহনী ও শেখ জামাল।কমিটির ১৩ সহ-সভাপতির মধ্যে ৩ নম্বরে রাখা হয়েছে আবাহনীর ও ৪ নম্বরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিনিধির নাম। এ দুই ক্লাব তাদের প্রতিনিধির নাম দেয়নি ক্লাব সমিতিকে। কারণ, তারা এ কমিটির সঙ্গে সম্পৃক্ত নয়।কমিটিতে এক নম্বর সহ-সভাপতি করা হয়েছে নতুন ক্লাব বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানকে, ২ নম্বর সহ-সভাপতি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক সারোয়ার হোসেন। কমিটিতে ১৩ জনকে করা হয়েছে যুগ্ম সম্পাদক।ফুটবল ক্লাব সমিতি অথচ আবাহনী নেই। কেন? আমরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নই। কে বা কারা এই সমিতি করেছে তাও আমরা জানি না। এ নিয়ে আমাদের কোনো মাথাব্যথাও নেই।শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উর্ধ্বতন নীতি নির্ধারকদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন,আপনার কাছেই শুনলাম এ ধরণের একটি কমিটি হয়েছে। এ সব কমিটির সাথে আমরা নেই। এ নিয়ে মাথাও ঘামাচ্ছি না।

Facebook Comments