এক হাজারের বেশি স্টার্টআপ চালু করা হবে দুই বছরের মধ্যে

আগামী দুই বছর বা ২০২১ সালের মধ্যে দেশে এক হাজারের বেশি স্টার্টআপ চালু করা হবে।আর এটি বাস্তবায়নে কাজ করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আইডিয়া প্রকল্প।৮ মার্চ, শুক্রবার আইসিটি টাওয়ারে আয়োজিত স্টুডেন্ট টু স্টার্টআপ চেপ্টার ওয়ান শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইডিয়া প্রকল্প ও ইয়াং বাংলার যৌথ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।আইডিয়া প্রকল্পের মাধ্যমে ২০২১ সাল নাগাদ এক হাজারের বেশি স্টার্টআপ চালু করা হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনেক আইডিয়া থাকে। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবন পার করার পর অধিকাংশ সময় তা আর বাস্তবায়ন হয় না। সে কারণেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের “স্টুডেন্ট টু স্টার্ট আপ” আয়োজন। প্রথম পর্বে ৪০টি বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন করা হলেও পর্যায়ক্রমে সকল বিশ্ববিদ্যালয়কে এই কার্যক্রমের আওতায় আনা হবে।তরুণরা চাকরি খুঁজবে না,চাকরি দেবে। আমরা তরুণদের হাতে এক দিনের খাবার তুলে দিতে চাই না। সারা জীবনের খাবার তুলে দিতে চাই। আপনি কাউকে একটি মাছ কিনে দিলে এক দিনের খাবার তুলে দেওয়া হয়। কিন্তু তাকে মাছ ধরা শিখিয়ে দিলে সারা জীবনের খাবার তুলে দিলেন। আমরাও সেভাবে কাজটি করতে চাচ্ছি।

Facebook Comments