যেভাবে মোদিকে হারালেন ইমরান

পাকিস্তান তাদের হাতে আটক ভারতীয় পাইলটকে ছেড়ে দেবার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমবে বলে এখন ধারণা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে গত কয়েকদিনের এই সঙ্কটে মানুষ যা দেখল বা বুঝল তাতে জিতল কোন পক্ষ? নরেন্দ্র মোদি আর ইমরান খানের কৌশলের লড়াইয়েই বা কে বিজয়ী হলেন?গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টে শান্তির বার্তা দিতে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণা দেন।ইমরান খানের এই ঘোষণার সময় দিল্লিতে বিজ্ঞানীদের একটি সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইমরানের ওই ঘোষণার কয়েক মুহূর্ত পরেই মোদি পাকিস্তানকে বিদ্রূপ করে বলেন,পাইলট প্রজেক্ট শেষ এখন আমাদের আসল খেলায় নামতে হবে।পাইলট প্রজেক্ট বলতে তিনি পাইলট আটকের ঘটনাকে এক ধরনের পরীক্ষা বলে ইঙ্গিত করে থাকবেন।তার সমর্থকরা তার এই বক্তব্যে উল্লাস প্রকাশ করলেও বিচক্ষণ অনেকেই কিন্তু তার এই মন্তব্যকে রুচিহীন ও উদ্ধত বলে মনে করেছেন।গত মঙ্গলবার ভোররাতে ভারতীয় জঙ্গী বিমান যখন পাকিস্তানের আকাশসীমায় ঢোকে এবং কথিত সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে হামলা চালায়, তখন মোদি বিশাল এক নির্বাচনী জনসভা শুরু করেন এই বলে -আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যোগ্য নেতৃত্বের হাতে এই দেশ নিরাপদ।ভারতে আগামী এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।মোদির এই বিবৃতি প্রদানের ২৪ ঘন্টা যেতে না যেতেই ভারতীয় যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। এসময় আজাদ কাশ্মীর থেকে ওই বিমানের পাইলট আভিনন্দন বর্তমানকেও বন্দি করা হয়।এই পরিস্থিতিতে দুই পক্ষের ওপর উত্তেজনা প্রশমনের জন্য প্রচুর চাপ ছিল। এসময় ইমরান খান এগিয়ে আসেন পাইলটকে মুক্ত করার প্রস্তাব নিয়ে।এ প্রসঙ্গে ভারতের সাবেক কূটনীতিক এবং কৌশলগত বিষয়ে বিশেষজ্ঞ কে সি সিং বলেন মোদির বিজেপি দল এবং ভারতীয় প্রশাসনের ইমরান খানের কূটনৈতিক রিভার্স সুইং-এর জবাব দেয়া কঠিন হবে।

Facebook Comments